আজঃ শুক্রবার ১৪ মার্চ, ২০২৫

কোটা সংস্কার আন্দোলনে নিহত ওমর বাড়ি বোয়ালখালী

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম

কোট সংস্কার ছাত্র আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে মো. ওমর (২২) নামের এক ছাত্র নিহত হয়েছে। গত সোমবার (৫ আগস্ট) বিকেল চারটার দিকে ঢাকা উত্তরায় বিজয় পর পুলিশের গুলিতে মারা যায় সে। সে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার ৬ নং পোপাদিয়া ইউনিয়নের ২ নম্বর আকুবদন্ডী ওয়ার্ড হাজী দেলোয়ার হোসেন সওদাগর বাড়ির সৌদি প্রবাসী মো. নুরুল আবছারের ছেলে। ৫ ভাই ১ বোনের মধ্যে সে তৃতীয় বলে জানা গেছে। সে বাংলাদেশ এয়ার ট্রেনিং সেন্টার (বিএটিসি) থেকে এ বছর ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হয়েছে। তার মা রুবী আকতার বলেন, তার স্বপ্ন ছিল সে ইঞ্জিনিয়ার হবে। স্বপ্ন পূরণ হয়েছে ঠিকি তবে সে আর বেঁচে নেই। ঢাকায় বিজয় উল্লাস করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয় সে।
স্থানীয় মো. রায়হান বলেন, সে অনেক মেধাবী ছিল। এ বছর ইঞ্জিনিয়ার হয়ে বের হওয়ার কথা। ইঞ্জিনিয়ার হয়ে সে এখন মৃত। তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার বাবা একজন সৌদি প্রবাসী। তিনি বর্তমানে সৌদি আবর থেকে বাংলাদেশের নিজ বাড়িতে আসার পথে। তার বাবা বাড়িতে (বোয়ালখালী) আসলে জানাযা নামাযের সময় নির্ধারণ করা হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নেত্রকোনায় উপজেলা নির্বাচন কমিশন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি।

নেত্রকোনার পূর্বধলায় জাতীয় পরিচয় পত্র পরিসেবা স্বাধীন নির্বাচন কমিশনের হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে হস্তান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে উপজেলা নির্বাচন অফিসের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।কর্মসূচির নাম ‘স্ট্যান্ড ফর এনআইডি’। এই কর্মসূচিতে কর্মকর্তা ও কর্মচারীরা সকাল ১১ টা থেকে বেলা দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি করেন।

উপজেলা নির্বাচন অফিসার মো. নাজমুল ইসলাম বলেন, সাংবিধানিক অধিকার যেন খর্ব না হয়। নির্বাচন কমিশনে এনআইডি ডাটাবেইজ নামে কিছু নেই। আছে ভোটার ডাটাবেইজ। বাইপ্রোডাক্ট হিসেবে এনআইডি দেয়া হয়। ভোটার তালিকা থেকে এনআইডি ডাটাবেজ আলাদা করার কোনো সুযোগ নেই।জাতীয় পরিচয় পত্র অন্য কোথাও স্থানান্তর  হলে বিপুল অর্থের প্রয়োজন হবে যা বিনামূল্যে নির্বাচন কমিশনের জনবল করে দিচ্ছে।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার মো. নাজমুল ইসলাম, সহকারী নির্বাচন অফিসার মুহাম্মদ আব্দুল মালেক, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আব্দুল কুদ্দুস ও অফিস সহায়ক মো. তোফাজ্জল হোসেন সহ আরো অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আমরা তোমাকে ভুলবো না আছিয়া।

আমি যখন সংবাদে জানতে পারলাম, আছিয়া মারা গেছে। ঠিক তখনই দুমড়ে, মুচড়ে গেলাম আমি । একদম কাচের মতো টুকরো, টুকরো হয়ে গেলাম। জীবনের সাথে যুদ্ধ করে আর ঠিকে থাকা হলো না ছোট আছিয়ার। কি কারণে আমরা আজ আছিয়া কে হারালাম??? কি অন্যায়?? কি দোষ??? কি ত্রুটি ছিলো ৩য় শ্রেণীতে পড়া ছোট এই আছিয়ার??? একটাও প্রশ্নের উত্তর আমি খুজে পেলাম না। কেন

আমরা এই ছোট আছিয়ার নিরাপত্তা দিতে পারিনি??? হিংস্র কিছু মানুষ রুপী পশুর নির্মম নির্যাতনের শিকার হলো আমাদের ছোট আছিয়া। যে আছিয়া স্কুলে
যাওয়ার কথা, হেসে খেলে মুক্ত বাতাসে তার এলোমেলো চুল উড়ানোর কথা, সেই আছিয়ার কেন এই নিষ্ঠুর পরিনতি??

আমরা কি পারবো, দ্রুত সময়ের মধ্যে, আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে ?? ৩য় শ্রেণির ছাত্রী ছিলো আমাদের আছিয়া। আমরা তোমায় ভুলবো না আছিয়া। আকাশে জ্বলজ্বল করে উজ্জ্বল নক্ষত্রের মতো আমাদের হৃদয়ে চীর স্মরণীয় হয়ে থাকবে আমাদের আছিয়া।

আমরা আর কোন আছিয়াকে হারাতে দেব না। আমাদের সমাজের এই ছোট সোনামনিদের, নিরাপত্তার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে ।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ