আজঃ মঙ্গলবার ১৮ মার্চ, ২০২৫

উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত ।

গাজীপুরের কালিয়াকৈরে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

উপজেলার তেলিরচালা এলাকার লগুজ এপারেলস লিমিটেড কারখানার ঝুট ব্যবসা দখল করারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৫ আগস্টের পর থেকে লগুজ এপারেলস লিমিটেড কারখানার ঝুট কোনো দলেরই নিয়ন্ত্রণে ছিল না। সম্প্রতি বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী সমর্থিত স্থানীয় বিএনপির দুটি গ্রুপ মরিয়া হয়ে ওঠেন ওই কারখানার ঝুটের ব্যবসা নিয়ন্ত্রণ নিতে।

শনিবার সকাল থেকেই কাজী ছাইয়েদুল আলম বাবুলের সমর্থক গাজীপুর জেলা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব এডভোকেট রফিকুল ইসলাম ও তার কয়েকজন সমর্থক এবং চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীর সমর্থক নজরুল ইসলাম ও তার কয়েকজন সমর্থক দফায় দফায় লগুজ এপারেলস লিমিটেড কারখানার সামনে মহড়া দেয়। মহড়ার এক পর্যায়ে দুই গ্রুপের সংঘর্ষ বাধে। এতে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে থমথমে পরিবেশ বিরাজ করছে ওই এলাকায়।

এ বিষয়ের বিএনপি নেতা নজরুল ইসলাম বলেন, ‘বহিষ্কৃত যুবদল নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে ওই কারখানা থেকে ঝুটের মালামাল বের করতে গেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত দশজন আহত হয়েছেন।’

এডভোকেট রফিকুল ইসলাম বলেন, ‘কাজী ছাইদুল আলম বাবুলের সমর্থক মোশারফ হোসেনের নামে কারখানা কর্তৃপক্ষ ঝুটের মালামালের ডিউ করে। পরে কারখানা থেকে মালামাল বের করতে গেলে অন্যরা বাধা দেয়। সকলেই দলীয় লোক, সামান্য ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটেছে। তবে কয়েকজন সমান্য আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ মো. আব্দুস সালাম জানান, বিএনপি নেতা কাজী সাইয়েদুল আলম বাবুল ও চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীর দুগ্রুপ কারখানাটির ঝুটের ব্যবসা নিয়ন্ত্রণে নিতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনো পক্ষ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, দুইপক্ষের মধ্যে সামান্য উত্তেজনার সৃষ্টি হয়েছিল। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুইপক্ষকে শান্ত করেছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁও হরিপুরে ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে আটক -২জন।

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার হিসাবরক্ষণ অফিসে ঘুষ লেনদেনের সময় হিসাবরক্ষণ অফিসার শেরিকুজ্জামান ও সিনিয়র অডিটর আব্দুল হান্নান অফিসে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে ঠাকুরগাঁও জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সহকারি পরিচালক ও উপপরিচালক আজমির শরীফ মারজী এর নেতৃত্বে অভিযানকারি টিমের হাতে নগদ ৫ হাজার টাকা সহ ২ জনকে আটক করা হয়ে।

আটক দুইজনই দুদকের হেফাজতে রয়েছে। সোমবার
(১৭মার্চ) দুপুর ১২ টায় হরিপুর উপজেলা পরিষদের হিসাবরক্ষণ অফিসে এঘটনাটি ঘটে। এ বিষয়ে দুদক উপ-পরিচালক এপ্রতিনিধিকে বলেন, হরিপুর উপজেলার আব্দুল হামিদ নামে এক নৈশ্য প্রহরী গত ৫ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে তার অবসর জনিত পেনশন ভাতার জন্য হরিপুর হিসাব রক্ষণ অফিসে কাগজপত্র জমা করেন কিন্ত আজও পর্যন্ত তা নিস্পত্তি করা হয়নি। এক পর্যায়ে হিসাবরক্ষণ অফিসারের কক্ষে একটি দেনদরবার হয় এবং কাজের জন্য ২২ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে ১৭ হাজার টাকা নিয়েও তারা কাজটি করেনি। বাধ্যহয়ে তিনি গত ১৩ মার্চ (দুদক অফিসে) আমাদের কাছে অভিযোগ করেন। ভুক্তভোগির অভিযোগ পেয়ে আমরা এখানে অভিযানে আসি। হিসাবরক্ষণ অফিসে অভিযান পরিচালনা কালে ভুক্ত ভোগির সাথে আজকে ঘুষ লেনদেনের ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় হিসাবরক্ষন অফিসার শেরিকুজ্জামান ও ওডিটর আব্দুল হান্নান কে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।

বোয়ালখালীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল।

চট্টগ্রামের বোয়ালখালীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা ও পৌরসভা বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৫ মার্চ)বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো: শওকত আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব মো: এরশাদ উল্লাহ। প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু ও দক্ষিন জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক হাজি আবু আকতার এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল হাশেম, মো: জাকির হোসেন, মহানগর বিএনপির সদস্য ও সাবেক কমিশনার মোঃ আজম, চরণদ্বীপ সাবেক সভাপতি মুজিবুল্লাহ পৌরসভা বিএনপি আহবায়ক মো: শহিদুল্লাহ চৌধুরী, উপজেলা সাবেক যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীর, মাহামুদুল হক মেম্বার, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: আজগর, সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম শাহিন, সহভাপতি জসিম উদ্দিন মেম্বার,

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সুজন, সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন সিকদার, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসীন খান তরুণ, বিএনপি নেতা হারুন রশীদ, এস,এম বাদশা, এস,এম জামাল উদ্দিন, মোঃ ইয়াছিন, এন এম করিম, মোঃ খালেদ, হায়দার হিরু, মো: জাহেদ, পৌরসভা বিএনপি সাবেক সহসভাপতি কামাল উদ্দিন, মোঃ রফিক, সেকেন্দার, ইদ্রিচ বিষু, জেলা যুবদল

নেতা নুরুল আবছার, উপজেলা যুবদলের সভাপতি মোঃ ইকবাল, কাস্তুরী হোটেল এন্ড রেস্টুরেন্টে পরিচালক, মোঃ লোকমান পৌর যুবদলের আহবায়ক মোঃ লোকমান, ইকরামুল হক জিকু, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম লাবু, হাসান মেম্বার, শ্রমিকদলের সভাপতি আকরাম হোসেন দুলাল, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, পৌরসভা সভাপতি কপিল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মিজান, যুবদল নেতা সাহাদাত হোসেন, ইকবাল, মোঃ ইউনুচ, মোহাম্মদ ইরফান, মো: শরীফ, মো: সেলিম, রিটন মেম্বার, সাজ্জাদ হোসেন, সোহেল মিয়াজি, জামশেদ জিসান, ইরফান, বোরহান উদ্দিন প্রমুখ।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ