আজঃ বুধবার ২৬ মার্চ, ২০২৫

চট্টগ্রামে সুলভ মূল্যে গরুর মাংস, মুরগি ও ডিমসহ বিভিন্ন প্রাণীজ পণ্য বিক্রি কার্যক্রম শুরু।

প্রেস রিলিজ

প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে ঢাকার ২০টি এলাকায় সুলভ মুল্যে গরুর মাংস, মুরগি ও ডিমসহ বিভিন্ন প্রাণীজ পণ্য বিক্রি কার্যক্রম শুরু করার ঘোষনা দিলে ক্যাব চট্টগ্রামের উদ্যোগে বিগত ২০ ফেব্রুয়ারি ২০২৫ চ্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের সাথে সাক্ষাৎ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দাখিল করেন। জেলা প্রশাসক ও ক্যাব চট্টগ্রামের দাবির সাথে একমত প্রকাশ করেন। স্মারকলিপি পেশ কালে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ন সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর ও ক্যাব পাঁচলাইশের আবদুল আওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

তারই ধারাবাহিকতায় “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২ মার্চ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর চট্টগ্রাম এর উদ্যোগে মেট্রো প্রাণিসম্পদ দপ্তর, কোতোয়ালি, চট্টগ্রামে পবিত্র রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্র‍য় কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক চট্টগ্রাম জনাব ফরিদা খানম। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক),চট্টগ্রাম জনাব মোঃ কামরুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম, ক্যাব চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, মহানগরের যুগ্ন সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, চান্দগাও থানা সভাপতি মোহাম্মদ জানে আলম, সদরঘাট থানা সভাপতি মোহাম্মদ শাহীন চৌধুরী, ক্যাব সদস্য সায়েরা বেগমসহ আরো অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এই কর্মসূচির আওতায় রমজান উপলক্ষে চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড়, কাজির দেউড়ি, আমবাগান(ঝাউতলা) ও চকবাজারে ট্রাকের মাধ্যমে গরুর মাংসের দাম প্রতি কেজি ৭০০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতি ডজন ১১০ টাকায় বিক্রয় শুরু করা হয়। ক্যাব চট্টগ্রাম আশা করে পুরো রমজান মাস জুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং নগরবাসী সাশ্রয়ী মুল্যে পণ্যগুলো পাবেন এবং প্রাণীজ আমিষের ঘাটতি মোকাবেলায় কিছুটা হলেও উপকৃত হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নেত্রকোণায় সড়ক দূর্ঘটনায় ইটভাটা শ্রমিক নিহত।

নেত্রকোণা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ কুতুবপুর পালের ঘাট মোড়ে সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন। আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশারফ জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা গ্রামের আব্দুল খালেকের পুত্র।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মোশারফ হোসেন মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘দুর্ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে । এখন পর্যন্ত ঘাতক যানবাহন বা চালকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’

রাজশাহীতে মোটরসাইকেল চোর গ্রেফতার।

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় স্থানীয় জনতার সহায়তায় এক মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এসময় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত আসামি মো: জনি (৩২) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার জিন্নানগর এলাকার মো: তসলিমের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সিপাড়ার একটি দোকানের সামনে এক ব্যক্তি তার মোটরসাইকেল রেখে দোকানের ভিতরে যান। কিছু সময় পর ঐ ব্যক্তি দোকানের সিসি ক্যামেরায় দেখতে পান যে, তার মোটরসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে। তখন তিনি “চোর, চোর” বলে চিৎকার শুরু করেন এবং চোরদের পিছু নেন। তার চিৎকারে স্থানীয় জনতা জনিকে মোটরসাইকেলসহ আটক করে। এসময় জনির সহযোগী কৌশলে পালিয়ে যায়। সংবাদ পেয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল উদ্ধারসহ জনিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি এবং তার সহযোগীদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ