
চট্টগ্রাম মহানগরের অক্সিজেন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারী শ্রমিকের মৃত্য হয়েছে। এ দুর্ঘটনা ঘটে। ওই শ্রমিকরে নাম হল সাদিয়া আক্তার (৩৫)। তিন পেশায় একজন পোশাকশ্রমিক বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন মজুমদার জানান, ট্রেনে কাটা পড়ে এক নারী আহত হন। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহীদুল ইসলাম জানান, সকালে ওই নারী বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। অক্সিজেন এলাকায় রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে নাজিরহাটগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।