
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সাবরেজিস্টার অফিসে দলিল দাতা, গ্রহীতা ও দলিল লেখকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। দীর্ঘ ৩২ দিন পর দলিল রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু হওয়ায় তিন শতাধিক মানুষ দলিল নিবন্ধনের জন্য ভিড় করেছেন।
সাবরেজিস্টার অফিস সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি সাবরেজিস্টার বদলি হওয়ার পর থেকে কালিয়াকৈরে সকল দলিল নিবন্ধন কার্যক্রম বন্ধ ছিল। এরপর দীর্ঘদিন পর জেলার কাপাসিয়া সাবরেজিস্টার অফিস থেকে উসমান গনি পার্ট-টাইম ভিত্তিতে কালিয়াকৈরে এসে দলিল নিবন্ধনের কাজ শুরু করেন। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দলিল নিবন্ধনের জন্য লোকজন ভিড় জমায়।

এ বিষয়ে জানতে চাইলে সাবরেজিস্টার উসমান গনি বলেন, দীর্ঘদিন রেজিস্ট্রেশন বন্ধ থাকায় আজ প্রচণ্ড ভিড় হয়েছে। তবে নির্ভুল দলিল নিবন্ধনের জন্য যথাসাধ্য চেষ্টা করছি।
এদিকে, দলিল রেজিস্ট্রেশনের এই সুযোগে কোনো ত্রুটিপূর্ণ কাগজপত্র নিয়ে নিবন্ধন করা হচ্ছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, সব কাগজ যাচাই-বাছাই করে নিয়ম মেনেই রেজিস্ট্রেশন করা হচ্ছে।

এ পরিস্থিতিতে সুষ্ঠুভাবে দলিল নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য অতিরিক্ত জনবল নিয়োগ ও নিয়মিত সাব রেজিস্টার নিয়োগের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।